ধর্মনগর: বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হল জেলা ভিত্তিক সুস্থ নারী,সশক্ত পরিবার শীর্ষক অনুষ্ঠান
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে আজ উত্তর ত্রিপুরা জেলার জেলাসদর ধর্মনগর শহরের বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হলো “সুস্থ নারী, শক্তিশালী পরিবার অভিযান” অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা। এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর জেলার জেলাশাসক IAS চান্দনী চন্দ্রান, জিলা পরিষদের সভাধিপতি সহ অন্যান্যরা।