ডোমজুড়: এলাকায় মদের আসরের প্রতিবাদ করায় মত্ত যুবকদের তাণ্ডব বাঁকড়া সরদারপাড়া এলাকায় আহত বেশ কয়েকজন।
Domjur, Howrah | Sep 17, 2025 বিশ্বকর্মা পুজোর দিন মদ খেয়ে তান্ডব এলাকায় আতঙ্কিত এলাকাবাসী। আহত বেশ কয়েকজন... দিনের পর দিন এলাকায় বসে মদের আসর তারই প্রতিবাদ করায় বুধবার বিশ্বকর্মা পুজোর দিন বিকাল আনুমানিক পাঁচটা নাগাদ এলাকায় তান্ডব চালালো মত্ত যুবকরা। বাঁকড়া সরদার পাড়ায় বাড়িতে বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ। চলে ইট বৃষ্টি। আতঙ্কে স্থানীয় বাসিন্দারা পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বাঁকড়া তদন্ত কেন্দ্রে পুলিশ আধিকারিকরা ও র্যাফ মোতায়েন করা হয়। আহত ব্যক্তিদের হাসপাতালে চিকিৎস