নলহাটি ১: বারসোর - শংকেতপুরের মাঝে মাঠে একটি পুকুরের থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ, ঘটনাস্থলে নলহাটি থানা পুলিশ
বারসোর - শংকেতপুরের মাঝে মাঠে একটি পুকুরের থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত দেহ, ঘটনাটি ঘটেছে আজ রবিবার রাত্রি ৮টা নাগাদ নলহাটি থানার অন্তর্গত বারসোর - শংকেতপুরের মাঝে মাঠে। পরিবার সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম সাইদুল শেখ বাড়ি নলহাটি থানার অন্তর্গত বারসোর গ্রামে। রাত্রি আটটা নাগাদ স্থানীয় পথচারীরা রাস্তার ধারে দেখতে পায় একটা বাইক পড়ে রয়েছে, খোঁজখবর করে পাওয়া যায় বাইকটি বারসোর গ্রামের সাইদুল শেখের।