মঙ্গলকোট: SIR এনুমারেশনে ধরা পড়ল গরমিল, বাবার বয়স ৬৪, ছেলের ৬০, পিতা-পুত্রের বয়সের ব্যবধানে অসামঞ্জস্য
বাবার বয়স ৬৪ বছর। তাঁর দুই ছেলের মধ্যে একজনের বয়স ৬০ বছর। আর একজনের বয়স ৫৯ বছর। অর্থাৎ পাঁচ বছর বয়সেই দুই সন্তানের 'বাবা' হয়ে গিয়েছেন ওই ব্যক্তি। ২০২৫ সালের ভোটার তালিকায় বয়স নিয়ে এমনই গরমিল ধরা পড়ার পর তা সরেজমিনে খতিয়ে দেখছে নির্বাচন কমিশন। ঘটনায় সোমবার আনুমানিক বিকাল সাড়ে পাঁচটা নাগাদ শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। জানা গিয়েছে, মঙ্গলকোট বিধানসভার ২০২৫ সালের ভোটার তালিকায় ১৭৫ নম্বর অংশে ধরা পড়েছে দুই ভোটারের পিতৃপরিচয় নিয়ে এই অসামঞ্জস্য।