রায়গঞ্জ: ইতিহাস ভীতি দূর করতে হিস্টোরিকাল সোসাইটি উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে রায়গঞ্জে ইতিহাস অভিক্ষা র ফলপ্রকাশ
শনিবার দুপুরে রায়গঞ্জের বাণিজ্য ভবনে অনুষ্ঠিত হলো উত্তর দিনাজপুর হিস্টোরিক্যাল সোসাইটির উদ্যোগে আয়োজিত ইতিহাস অভিক্ষা ২০২৫এর ফলপ্রকাশ অনুষ্ঠান। সংস্থার সম্পাদক সোমনাথ সিংহ জানান, প্রায় ১০ মাসের প্রস্তুতির পর গত ৩১ আগস্ট জেলার পাঁচটি ব্লকের আটটি কেন্দ্রে প্রায় ৩৫০০ শিক্ষার্থী পরীক্ষা দেয়। ১৭৫ জন ইনভিজিলেটর, ভেনু কো-অর্ডিনেটর ও সুপারভাইজারের তত্ত্বাবধানে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়। এ বছর মালদা জেলার কিছু শিক্ষার্থীও অংশ নেয়।