পিংলা: পিংলার দুজিপুরে BLA 2 দের নিয়ে বৈঠকে পিংলার বিধায়ক অজিত মাইতি
সোমবার বিকেল ৩ টে নাগাদ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির ঘোষনা রবিবার পিংলা ব্লকের দুজিপুরে পিংলা বিধানসভার বিএলএ ২ , বুথ এর সভাপতি ও ২ টি ব্লকের সর্ব স্তরের নেত্রবৃন্দ নিয়ে সফল সভা করলেন পিংলার বিধায়ক, জেলা তৃণমূল কংগ্রেস এর সভাপতি অজিত মাইতি। উপস্থিত ছিলেন পিংলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ সবেরাতি ও খড়্গপুর ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবরাজ দত্ত সহ অনান্যরা।