রঘুনাথপুর ১: চাপুড়ি গ্রামে ডাইনি সন্দেহে আদিবাসী মহিলাকে কুপিয়ে খুন,গ্রেফতার ৬,তোলা হল রঘুনাথপুর মহকুমা আদালতে
কালি পূজোর রাতে ডাইনি সন্দেহে এক আদিবাসী মহিলাকে পিটিয়ে খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো পুরুলিয়ার পাড়া থানার আনাড়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত চাপুড়ি গ্রামে।মৃত মহিলার নাম পদবী টুডু। তাকে তার ভাশুর সহ কয়েকজন আত্মীয় খুন করেছে বলে পুলিশের কাছে অভিযোগ করেন মৃতার দাদা বাবুনাথ মুর্মু।সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ মূল অভিযুক্ত হিতলাল টুডু ও তার স্ত্রী জলেশ্বরী টুডু সহ বাবলু টুডু,শুকলাল টুডু,রাজেশ টুডু ও তার স্ত্রী বদনী টুডু মোট ৬জনকে পুলিশ গ্রেফতার করেছে।