শালবনি: শালবনি নিয়ে নতুন গান বাঁধলেন মিরাক্কেল খ্যাত মীর, সেই গান গেয়ে পোস্ট করলেন সোশ্যাল মাধ্যমে
আগামী ২৯ শে নভেম্বর শালবনী গ্রাম সুরক্ষা কমিটি দ্বারা আয়োজন করা হয়েছে এক অভিনব অনুষ্ঠানের, অনুষ্ঠানের নাম আনন্দধারা। শনিবার হঠাৎ ২৯ শে নভেম্বর শালবনির এই অনুষ্ঠানে সন্ধ্যাবেলার সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চ কাপাবে বাংলা রিয়েলিটি শো মিরাক্কেল খ্যাত মীর আফসার আলী ওরফে মীরের ব্যান্ডেজ গ্ৰুপ। সেই উদ্দেশ্যেই শালবনী নিয়ে নতুন গান বেধেছেন বিখ্যাত শিল্পী মীর। আজ শুক্রবার রাত্রি প্রায় দশটা নাগাদ সেই গানের ভিডিও নিজের সোশাল মাধ্যমে পোস্ট করলেন তিনি।