দেশপ্রাণ: রক্ত বর্ণিত দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয় আজ ঢোলমারিতে অনুষ্ঠিত হল তৃতীয় ব্লক সম্মেলন
সারা ভারত খেতমজুর ও গ্রামীণ শ্রমজীবী ইউনিয়নের দেশপ্রাণ ব্লকের তৃতীয় সম্মেলন ঢোলমারী উৎসব ভবনে রক্ত বর্ণিত দলীয় পতাকা উত্তোলন ও শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। ৮টি অঞ্চলের ১২৫ জন প্রতিনিধি উপস্থিতি ছিলেন। উদ্বোধন করেন-সংগঠনের জেলা সভাপতি-- আশীষ প্রমাণিক। বিদায়ী সম্পাদকের পেশ করা প্রতিবেদনের উপর ৮ জন প্রতিনিধি আলোচনায় অংশ নেন। তাছাড়া সম্মেলনকে অভিনন্দন জানিয়ে বলেন কৃষক নেতা আশীষ গিরি ,শ্রমিক নেতা- সূতনু মাইতি। জেলা কমিটির সহ-সম্প