তুফানগঞ্জ ২: তল্লীগুড়ি হাইস্কুলের মাঠে আয়োজিত তুফানগঞ্জ দুই ব্লক TMC তরফে বিজয়া সম্মিলনী, BJP কে তীব্রভাবে আক্রমণ জেলা সভাপতির
শুক্রবার বিকেলে তুফানগঞ্জ দুই ব্লকের তল্লিগুড়ি হাই স্কুলের মাঠে বিজয়া সম্মিলনীর আয়োজন করে তুফানগঞ্জ দুই ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি। এই বিজয়ার সম্মেলনীতে প্রচুর তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক উপস্থিত হন। এছাড়া ছিলেন সাংসদ জগদীশচন্দ্র বড়মা বসুনিয়া, জেলা পরিষদের সভাধিপতি সুমিতা বর্মন, জেলা তৃণমূলের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক সহ এক ঝাঁক তৃণমূল নেতৃত্ব।