হবিবপুর: আলোকশয্যায় সেজে উঠেছে বুলবুলচন্ডী — কালীমায়ের আরাধনায় উপচে পড়া ভক্তদের ভিড়
মালদা জেলার ঐতিহ্যবাহী কালীপুজো মানেই হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী বাজার সার্বজনীন কালীপুজো। এখানকার মূল আকর্ষণ বিশালাকার দেবী প্রতিমা, যা দেখতে দূরদূরান্ত থেকে ভক্তরা আসেন।১৯৪৯ সাল থেকে উত্তরবঙ্গবাসীর আকর্ষণের কেন্দ্রবিন্দু এই পুজো আজও ধরে রেখেছে সেই ঐতিহ্য।পুজোকে ঘিরে আলোকসজ্জায় সেজে উঠেছে গোটা বুলবুলচন্ডী এলাকা। টাঙ্গন নদী থেকে জল ভরে এনে রাতভর চলে মা কালীর আরাধনা।