নলহাটি ১: বাউটিয়া শিবতলা সার্বজনীন দুর্গাপূজা সমিতির পূজো মন্ডপের শুভ উদ্বোধন করলেন বিধানসভার ডেপুটি স্পিকার, এবারের থিম চারধাম
বাউটিয়া শিবতলা সার্বজনীন দুর্গাপূজা সমিতির পূজো মন্ডপের শুভ উদ্বোধন করলেন বিধানসভার ডেপুটি স্পিকার। আজ শনিবার বিকেলে ৪ টা নাগাদ শুভ উদ্বোধন হয়ে গেল নলহাটি থানার অন্তর্গত বাউটিয়া গ্রামের বাউটিয়া শিবতলা সার্বজনীন দুর্গাপূজা সমিতির পূজো মন্ডপের। পূজো মন্ডপে ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের বিধায়ক আশীষ বন্দ্যোপাধ্যায। এই পুজো এই বছর ৫১ বছরে পা দিল , এবারের থিম উত্তরাখণ্ডের চারধাম।