কোলাঘাট: কোলাঘাটের রূপনারায়ণের পাড় ছট পূজা বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ভিড়
কোলাঘাটের রূপনারায়ণের পাড় ছট পূজা অনুষ্ঠিত হয়। সোমবার বিকেলে কোলাঘাটে রূপনারায়ণ নদের পাড় বরাবর মূলত হিন্দিভাষীদের বিপুল সমাগম এবং ছট পুজোর আবহে বিহার উত্তরপ্রদেশের চিত্র ফুটে উঠেছিল। মেছেদা, পাঁশকুড়া, তমলুক, বালিচক, খড়গপুর, দেউলটি ,বাগনান, কোলাঘাট সহ আরো বিভিন্ন জায়গায় যে সমাগম হয়।সোমবার বিকেল পাঁচটার সময় সেই চিত্র ধরা পড়ে।