নলহাটি ১: দশমীর পুজোর পরে একে অপরের সঙ্গে সিঁদুর খেলায় মাতলেন নলহাটির বিভিন্ন দুর্গা পূজো মন্ডপে মহিলারা
দশমীর পুজোর পরে একে অপরের সঙ্গে সিঁদুর খেলায় মাতলেন নলহাটির বিভিন্ন দুর্গা পূজো মন্ডপে মহিলারা। আজ বৃহস্পতিবার বিজয়া দশমি, সকাল ১১ টা নাগাদ নলহাটির হিন্দ ক্লাব, কামারপাড়া দুর্গা মন্দির সহ অন্যান্য পূজা মন্ডপে দশমীর পুজো ও পুষ্পাঞ্জলি। দশমীর পুজো ও পুষ্পাঞ্জলীর পরেই একে অপরের সঙ্গে সিঁদুর খেলায় মেতে উঠলে স্থানীয় মহালয়ারা পূজা মন্ডপে। সেই চিত্রই ধরা পরল আমাদের ক্যামেরায়।