কাঁকসা: কোটা গ্রামে জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে বসেছে মেলা,আজ মঞ্চে নৃত্যানুষ্ঠানের আয়োজন,বিভিন্ন এলাকা থেকে ভিড় করেছেন মানুষ
পুজোর রেশ ধরে রাখতেই গত ৬য় বছর ধরে বুদবুদের কোটা গ্রামে মহা ধুমধামে জগদ্ধাত্রী পুজোর আয়োজন করা হয়।সেইমত এবছরও গ্রামের শেষ প্রান্তে একটি ফুটবল ময়দানে মহা ধুমধামে পুজোর আয়োজন করা হয়েছে।পুজো উপলক্ষ্যে বসেছে মেলা।আজ রাতে পুজো প্রাঙ্গনে মঞ্চে নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয় পুজো কমিটির পক্ষ থেকে।অনুষ্ঠান দেখতে ও পুজো দেখতে এদিন এলাকার মনুষ ছাড়াও আশেপাশের গ্রামের মানুষরাও ভিড় জমিয়েছিলেন মেলা প্রাঙ্গনে।পুজো কমিটির সদস্যরা জানিয়েছেন,এবছর পুজো উপলক্ষ্যে নানান