ভারতীয় গণনাট্য সংঘ কাটাগঞ্জ গোকুলপুর বহ্নিশাখার উদ্যোগে, আরএসএস নির্দেশিত সাংস্কৃতিক আগ্রাসন, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা কর্তৃক রবীন্দ্রনাথের 'আমার সোনার বাংল' গানকে দেশদ্রোহিতার পরিচয়বাহী হিসেবে গণ্য করার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এক প্রকাশ্য পথসভা করা হল গোকুলপু্র বাজার পঞ্চপ্রদীপ মোড়ে। বুধবার সন্ধ্যা থেকে গানে-কবিতায়-আলোচনায়, এলাকার মানুষের সমাগমে প্রতিবাদ ধ্বনিত হয়। উপস্থিত ছিলেন সংগঠনের স্থানীয় নেতৃত্ব।