কুমারগ্রাম: বারবিশার দক্ষিণ রামপুরে বাপের বাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার, জেলা হাসপাতালে হল দেহের ময়নাতদন্ত
বারবিশার দক্ষিণ রামপুর এলাকায় বাপের বাড়ি থেকে উদ্ধার হয়েছিল এক গৃহবধূর ঝুলন্ত দেহ। শনিবার ম্যাজিস্ট্রারিয়াল ইনকোয়েস্টের পর আলিপুরদুয়ার জেলা হাসপাতালের মর্গে দেহের ময়নাতদন্ত হল। মৃতার নাম তনিমা বর্মন (২২)। শুক্রবার বাপের বাড়িতে তাকে ঝুলন্ত অবস্থায় দেখেন পরিবারের সদস্যরা। তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতালে আনা হয়। চিকিৎসক তনিমাকে মৃত বলে ঘোষণা করেন। কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ হাসপাতাল থেকে দেহ উদ্ধার করে।