SIR নিয়ে তৃণমূলের দ্বিচারিতার অভিযোগে পাল্টা সুর তুললেন রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া। বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো দাবি করেছিলেন, তৃণমূল একদিকে আন্দোলন করছে, আবার অন্যদিকে ফর্ম ফিলআপও করছে। এদিন সারেঙ্গায় SIR কাজ খতিয়ে দেখে মানস ভূঁইয়ার কটাক্ষ— “বোকা বোকা কথা বলছে। বিজেপি সাংসদরা ইলেকশন কমিশনকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বানিয়ে দিয়েছে।” তিনি আরও বলেন, “মাঠে সিপিএম, বিজেপি বা কংগ্রেস—কাউকেই দেখা যাচ্ছে না। আমরা চাটাই পেতে টেবিল পেতে কাজ করছি।