রানিবাঁধ বিধানসভার ৫ নং মণ্ডলের বহড়ামুড়ি অঞ্চল বিজেপির উদ্যোগে হাতিরামপুর বিজেপি পার্টি অফিসে বিএলএ–২দের নিয়ে S.I.R সংক্রান্ত বিষয়ে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মণ্ডলের বিএলএ–২ ইনচার্জ আশীষ মাহাতো এবং মণ্ডল সভাপতি অতনু হালদার। দলের সংগঠনমূলক প্রস্তুতি ও নির্বাচনী কার্যপ্রণালী নিয়ে আলোচনা হয়