চাকদা: শ্বশুর বাড়িতে গিয়ে স্ত্রীকে মারধর করার অভিযোগ, চাকদা থেকে গ্রেফতার স্বামীকে জেল হেফাজতে পাঠালো রানাঘাট আদালত
Chakdah, Nadia | Oct 23, 2025 স্ত্রীকে মারধরের অভিযোগ, চাকদা থেকে গ্রেফতার স্বামীকে জেল হেফাজতে পাঠালো রানাঘাট আদালত। সূত্রের খবর, গত বেশ কয়েকদিন আগে ধানতলা থানা এলাকার বাসিন্দা এক গৃহবধূ তার স্বামীর বিরুদ্ধে তাকে বাপের বাড়িতে এসে মারধর করার অভিযোগ দায়ের করে। সেই ঘটনার তদন্ত শুরু করে কৃষ্ণনগর এলাকার বাসিন্দা অভিযুক্ত স্বামীর সন্ধান শুরু করে পুলিশ। আর সেই ঘটনাতেই বুধবার রাতে চাকদা থানা এলাকা থেকে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে পুলিশ।