তমলুক: পিতপুরে মালবোঝাই মেশিনভ্যান নয়নজুলিতে উল্টে গিয়ে দুর্ঘটনার কবলে, আহত একজন
পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া পিৎপুরে মাল মেশিন ভ্যান নয়ন ঝুলিতে উল্টে গিয়ে দুর্ঘটনার কবলে আহত একজন |মেশিন ভ্যারেন্টি বালি বোঝা করে গ্রামীণ ঢালার রাস্তা দিয়ে যাচ্ছিল সে সময় ঢালার রাস্তা ভেঙে গিয়ে মেশিন ভ্যানটি নয়ানজুলিতে উল্টে যায় |মেশিনম্যানের চালক এই দুর্ঘটনায় আহত হলে তাকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য হসপিটালে নিয়ে যায় মেশিনভ্যানটিকে উদ্ধার করা হয়েছে |