ফরিদপুর দুর্গাপুর: দামোদরের বুক ভরেছে পলিতে, কেন্দ্র ঘুমোচ্ছে', অভিযোগ কে সামনে রেখে দামোদর ভ্যালি কর্পোরেশনের চিপ ইঞ্জিনিয়ার অফিস ঘেরাও
দামোদরের বুক ভরেছে পলিতে, কেন্দ্র ঘুমোচ্ছে', অভিযোগ কে সামনে রেখে শুক্রবার দুপুর আড়াইটার সময় দামোদর ভ্যালি কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ার এর অফিস ঘেরাও করে অবস্থান বিক্ষোভে রাজ্যের তিন মন্ত্রী। ডিভিসির চিফ ইঞ্জিনিয়ারের অফিসের সামনে উত্তাল বিক্ষোভ। রাজ্যের আইন, বিচার ও শ্রমমন্ত্রী মলয় ঘটক সরাসরি আঙুল তুললেন ডিভিসি ও কেন্দ্রের দিকে। ক্ষোভের সুরে বলেন, “যেদিন থেকে দামোদরের উপর ড্যাম তৈরি হয়েছে, সেদিন থেকে একবারও ড্রেজিং হয়নি।পলি জমে নদের জলধারণ ক্ষমতা এখ