ময়ূরেশ্বর ২: কোটাসুরে বিদ্যুতের পোলে জ্বলে উঠল আগুন, তারপর এলাকায় বন্ধ বিদ্যুৎ পরিষেবা
আজ দুপুরে বীরভূমের ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকের অন্তর্গত কোটাসুর মদনেশ্বর শিব মন্দির সন্নিকট একটি পোলে বিদ্যুৎ তারের বক্সে শর্ট সার্কিট থেকে আচমকা জ্বলে উঠলো দাউদাউ করে আগুন। আর যাকে কেন্দ্র করে আতঙ্কিত হয়ে পড়ে এলাকার মানুষ। ঘটনার খবর দেওয়া হয় স্থানীয় বিদ্যুৎ দপ্তরে তারপর বিদ্যুৎ অফিসের গাড়ি এসে বেশ কিছুক্ষণ কাজ করার পর আবার স্বাভাবিক হয় বিদ্যুৎ পরিষেবা, তবে এলাকায় বেশ কিছুক্ষণ বন্ধ ছিল বিদ্যুৎ পরিষেবা।