কালচিনি: লতাবাড়ি এলাকায় ট্রাক ও যাত্রীবাহী গাড়ির মধ্যে মুখেমুখী সংঘর্ষে গুরুতর আহত পাঁচজন
ট্রাক ও যাত্রীবাহী গাড়ির মধ্যে মুখেমুখী সংঘর্ষে গুরুতর আহত পাঁচজন। শনিবার দুপুরে ঘটনাটি লতাবাড়ি গ্রামীণ হাসপাতাল সংলগ্ন রাজ্য সড়কের। সেদিন দুপুর তিনটা নাগাদ স্থানীয় সূত্রে জানা যায়, এদিন এই রাজ্য সড়ক দিয়েই যাওয়ার পথে একটি যাত্রীবাহী গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় একটি ট্রাকের।এরপর স্থানীয়রা তড়িঘড়ি আহতদের উদ্ধার করে লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে, সেখান থেকে পাঁচজনকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।