পুরুলিয়া ২: পুরুলিয়া আপনা ঘর আশ্রমের আবাসিকের মৃত্যু, সম্পন্ন হল ময়নাতদন্ত
মৃত্যু হল পুরুলিয়া শহরের আপনা ঘর আশ্রমের আবাসিক এক বৃদ্ধের । পুলিশ সূত্রে জানা গিয়েছে, অজ্ঞাত পরিচয় প্রায় ৭০ বছর বয়সী ওই ব্যক্তি আজ সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে পুরুলিয়া দেবেন মাহাতো মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করা হয় । মৃত্যুর প্রকৃত কারণ জানতে আজকে দেহটির ময়নাতদন্ত করানো হয় পুরুলিয়া মেডিকেল কলেজের হাতুয়াড়া পুলিশ মর্গে ।