সাঁকরাইল: কুলটিকরীতে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে দুঃস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র ও শাড়ি বিতরণ কর্মসূচি, পুজোর থিম মহাকুম্ভ মেলা
শুক্রবার সন্ধ্যায় ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কুলটিকরী ইউথ এসোসিয়েশনের উদ্যোগে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে দুঃস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র ও শাড়ি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো। এই সামাজিক উদ্যোগে সহযোগিতা করেছেন খড়গপুরের সমাজসেবী সংস্থা ‘স্বল্প প্রচেষ্টা’। শুক্রবার কুলটিকরী ইউথ এসোসিয়েশনের জগদ্ধাত্রী পুজোর মঞ্চে, ‘ডাঃ অনাদি মহাপাত্র স্মৃতি মঞ্চ’-এ অনুষ্ঠানের সূচনা হয় নীরবতা পালনের মাধ্যমে।