পিংলা: স্কুল ছুটি দিয়ে বিজয়া সম্মেলন, পিংলার ক্ষীরাই গ্রাম পঞ্চায়েতে শুরু রাজনৈতিক তরজা
স্কুলে ছুটি দিয়ে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলন। জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের খিরাই গ্রাম পঞ্চায়েত এলাকায়। একটি স্কুলে আজ বারোটা পর্যন্ত স্কুল চলার পরে স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়। আর তারপরেই শুরু হয় তৃণমূল কংগ্রেসের বিজয়ের সম্মেলন। কিভাবে স্কুল বন্ধ করে এই তৃণমূল কংগ্রেসের বিজয়ের সম্মেলন তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বুধবার বেলা একটা নাগাদ পাবলিক অ্যাপের ক্যামেরায় উঠে এসেছে সেই ছবি।