রঘুনাথপুর ২: ধানাড়া গ্রাম ঢোকার মূল রাস্তা JCBদিয়ে কেটে দেওয়ায় গ্রামবন্ধী গ্রামের বাসিন্দারা, ভীষণ অসুবিধায় গ্রামবাসীরা
গ্রামে ঢোকার একমাত্র রাস্তা জেসিবি দিয়ে কেটে দেওয়ার ফলে পুরুলিয়ার রঘুনাথপুর 2নম্বর ব্লকের মঙ্গলদা মৌতড় গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধানাড়া গ্রামবাসী গ্রামবন্ধী হয়ে পড়েছে।ধানাড়া গ্রামে ঢোকার মূল রাস্তা কেটে দেওয়ার জন্য গ্রামে অ্যাম্বুলেন্স থেকে স্কুলের গাড়ি সহ কোন যানবাহন ঢুকছে না।যার ফলে গ্রামের বাসিন্দারা ভীষণ অসুবিধায় পড়েছে। রোগীদের খাটিয়ায় চাপিয়ে গ্রামের বাইরে নিয়ে যেতে হচ্ছে।