ময়নাগুড়ি: ময়নাগুড়ি ব্লকের জোড়পাকড়ির হাদেলাপাড়ায় কালীপূজাকে কেন্দ্র করে ঐতিহ্যবাহী ও প্রাচীন মেলা
ময়নাগুড়ি ব্লকের জোড়পাকড়ির হাদেলাপাড়ায় কালীপূজাকে কেন্দ্র করে ঐতিহ্যবাহী ও প্রাচীন মেলা। এই মেলা সমধিক পরিচিত বাসিয়া কালি নামে।এই মেলা ও পুজোকে ঘিরে শুধু জোড়পাকড়ি এলাকা নয়, ময়নাগুড়ি ও মেখলিগঞ্জ ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা আসেন মাকে দর্শন করতে এবং মেলা ঘুরতে। আনুমানিক প্রায় আড়াইশো বছরেরও প্রাচীন এই পারিবারিক পুজো। পরিবারের পক্ষে তপন সেন বলেন, যেই দিন মা কালির পুজোর তিথি সেই দিনেই পূজো হয়ে থাকে মেলা পরের দিন হয় জন্য আমাদের এই পুজো বাস