বর্ধমান ১: মাধবডিহি থানার বাতাসপুরে পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হলো
মৃতের নাম অঞ্জন দাস(২৫)। জামালপুর থানার দ্বীপের মানায় তাঁর বাড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় বাইক নিয়ে যাওয়ার সময় বাতাসপুরে তিনি পথ দুর্ঘটনার কবলে পড়েন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে আলমপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটা নাগাদ মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠায় বর্ধমান মেডিকেলে