সাঁকরাইল: ঝাড়গ্রামের SP অরিজিৎ সিনহার পদোন্নতি,দায়িত্ব নিচ্ছেন DIG,পশ্চিম মেদিনীপুর রেঞ্জে,ঝাড়গ্রামের নতুন SP হলেন মানব সিংলা
ঝাড়গ্রাম জেলা পুলিশ সুপার হিসেবে কর্মরত আইপিএস অফিসার অরিজিৎ সিনহার পদোন্নতি হল। তিনি দায়িত্ব নিচ্ছেন ডিআইজি, পশ্চিম মেদিনীপুর রেঞ্জ হিসেবে। প্রশাসনিক মহলে এই পদোন্নতিকে তাঁর দক্ষতা, অভিজ্ঞতা ও সাফল্যের স্বীকৃতি বলে মনে করা হচ্ছে। অরিজিৎ সিনহার স্থলাভিষিক্ত হিসেবে ঝাড়গ্রামের নতুন জেলা পুলিশ সুপার হলেন মানব সিংলা (IPS)। নতুন দায়িত্বে তিনি শীঘ্রই যোগ দেবেন বলে জানা গেছে।