বামনগোলা: S.I.R. নিয়ে বিজেপির অভিসন্ধি রুখতে তৃণমূলের ভার্চুয়াল বৈঠকে অংশ নিলেন বামনগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি
S.I.R. নিয়ে বিজেপির অভিসন্ধি রুখতে তৃণমূলের ভার্চুয়াল বৈঠকে অংশ নিলেন বামনগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দ্বিজবর জয়ধর S.I.R. (State Investigation Report) ইস্যুতে বিজেপির ‘অভিসন্ধি’ রুখতে আজ শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে এক ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। এই ভার্চুয়াল বৈঠকে জেলার বিভিন্ন ব্লকের নেতৃত্বের সঙ্গে উপস্থিত ছিলেন বামনগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দ্বিজবর জয়ধর।