খেজুরি ২: বাজারদর যতই চড়া হোক লক্ষী লাভের আশায় পুজো তো করতেই হবে,আজ নন্দীগ্রামে জানান ভক্তরা
পূর্ব মেদিনীপুর জেলার শতাধিক বছরের পুরনো বাজার গুলির মধ্যে নন্দীগ্রাম বাজার অন্যতম। কোজাগরী লক্ষী পুজোর নানান উপকরণ সাজিয়ে বসে আছেন বিক্রেতারা কিন্তু সেই ভাবে ক্রেতা আসছেন না। যদিও কেউ কেউ আসছেন এক্কেবারে সীমিত ভাবে কেনা কাটা করছেন।এর একটাই কারন চড়া বাজারদর,তবে ক্রেতাদের বা ভক্তদের একটাই কথা বাজারদর যতই চড়া হোক লক্ষী লাভের আশায় নিয়ম অনুযায়ী পুজো তো করতেই হবে