আউশগ্রাম ২: বাংলায় শুরু SIR, আউশগ্রামের রামনগর, ভাল্কি ও ভেদিয়ায় বৈঠক করলেন ব্লক তৃণমূলের সভাপতি
বাংলায় শুরু SIR। আর এনিয়ে বৃহস্পতিবার আনুমানিক বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত আউশগ্রামের রামনগর, ভাল্কি ও ভেদিয়ায় বৈঠক করলেন আউশগ্রাম-২ ব্লক তৃণমূলের সভাপতি শেখ আব্দুল লালন। উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট অঞ্চলের নেতাকর্মীরা। জানা গিয়েছে, SIR শুরু হওয়ার পর এলাকার সামগ্রীক পরিস্থিতি নিয়ে এদিন পর্যালোচনা করা হয়। তাছাড়া যাতে কোন বৈধ ভোটারের নাম বাদ না পড়ে সেব্যাপারে এদিন দলীয় নেতৃত্বকে সজাগ থাকার পরামর্শ দেন ব্লক তৃণমূলের সভাপতি।