রাজারহাট: মঙ্গলবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড খড়দহের ঈশ্বরীপুর এলাকার একটি রঙের কারখানায়
মঙ্গলবার সকালে হঠাৎ করেই আগুন লাগে খড়দহের ঈশ্বরীপুর এলাকার একটি রঙের কারখানায়। কারখানা একাধিক রাসায়নিক ও দাহ্য বস্তু দ্বারা পূর্ণ হওয়া দ্রুত ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। হয়ে ওঠে আরও বিধ্বংসী। সাতসকালে এই অগ্নিকাণ্ডের খবর পেয়েই অকুস্থলে ছুটে যায় দমকলের পাঁচটি ইঞ্জিন। কিন্তু তারপরেও কোনও লাভ হয় না। আগুনের তীব্রতা ও দাবদাহ এতটাই যে তার সামনে টিকতে পারে না এই কয়েকটি ইঞ্জিন।