ভগবানপুর ১: বিরোধী দলনেতার গড়ে উড়লো সবুজ আবির,টিকাশি অড়াবাগা সমবায় নির্বাচনে ১২-০আসনে জয়ী তৃণমূল,আজ বিজয়উল্লাস
টিকাশি অড়াবাগা সমবায় সমিতির পরিচালক মন্ডলী নির্বাচনে ১২ টি আসনের মধ্যে ১২ টিতেই জয়লাভ করলো তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা।২০২৬শের বিধানসভা নির্বাচনের পূর্বে তৃণমূলকংগ্রেসের এই বিপুলসংখ্যক সাফল্যে উজ্জীবিত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে সবুজ আরিব মেখে মিষ্টি মুখ করে বিজয়উল্লাস করে। উপস্থিত ছিলেন তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলার যুব সভাপতি জালাল উদ্দিন খান সহ অন্যান্য নেতৃত্ব গন