চুঁচুড়া-মগরা: চুঁচুড়ার সায়রা মোর এলাকা থেকে গ্রেপ্তার হওয়া দুই যুবককে আদালতে পাঠালো পুলিশ
সায়রা মোড় থেকে গ্রেপ্তার হওয়া দুই যুবককে আদালতে পাঠালো পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় গতকাল রাতে সায়রা মোর এলাকার কয়েকজন যুবক রবীন্দ্রনগর কালিতলা বারোয়ারির বিসর্জন শোভাযাত্রায় থাকা কয়েকজনকে মারধর করে। ওই বারোয়ারির অভিযোগের ভিত্তিতে সায়রা মোর এলাকা থেকে দুই যুবককে গ্রেফতার করে চুঁচুড়া আদালতে পেশ করল পুলিশ।