রাজগঞ্জ: ওদলাবাড়ি বাবুজোতের কাছে গজলডোবা তিস্তা ব্যারেজ যাওয়ার রাজ্যসড়কে উঠে এল বুনো হাতির দল,বন্ধ যানচলাচল
ওদলাবাড়ি বাবুজোতের কাছে গজলডোবাতিস্তা ব্যারেজ যাওয়ার রাজ্যসড়কে উঠে এল বুনো হাতির দল। এঘটনায় বেশ কিছুক্ষণ ঐ রাস্তা দিয়ে যানচলাচল বন্ধ হয়ে যায়। এরপরই তারঘেরা রেঞ্জের বনকর্মিরা এসে হাতির দলটিকে বোমপটকা ফাটিয়ে জঙ্গলের ভিতরে ঢুকিয়ে দেয়।এরপরই ফের যানচলাচল স্বাভাবিক হয়।জানা গিয়েছে এই হাতির দলটি বেশ কিছুদিন ধরে গজলডোবা তারঘেরা জঙ্গলে ঘোরাঘুরি করছে। এদিন গজলডোবা থেকে তারঘেরা জঙ্গলে যাওয়ার পথে রাস্তার উপর দাঁড়িয়ে পড়েছিল হাতির দলটি।