বর্ধমান ১: ২৬ নং ওয়ার্ডে BJP-র BLA কে শাসানি,মারধোর ও তাঁকে বাঁচাতে এলে BJP-র এক কর্মীকে মারধোরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
বৃহস্পতিবার বর্ধমান শহরের ২৬ নং ওয়ার্ডের ৯ নং বুথ এলাকায় বিএলওর সঙ্গে তাদের ‘বুথ লেভেল এজেন্ট’ বা বিএলএ কথা বলছিল। অভিযোগ সেই সময় তৃণমূল নেতা কাঞ্চন কাজির ভাই হিরণ কাজির নেতৃত্বে হামলা চালানো হয়। বিজেপির বিএলএ অজয় আইচকে হুমকি ও মারধোর করা হয়। এমনকি দলের কর্মী বাপী রায় তাঁকে বাঁচাতে এলে তাকেও মারধোর করা হয় বলে অভিযোগ। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগে জানানো হয়েছে বিজেপির তরফে।