খড়গপুর ১: SIR, CAA এর প্রশিক্ষণ শিবিরে দিলীপ ঘোষের হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান খড়গপুরের পাঁচখুরি গ্রামে
খড়গপুর গ্রামীণ মন্ডল ২ এর পাঁচখুরি গ্রামে, এসআইআর এবং সিএএ নিয়ে বিশেষ কর্মশালা আয়োজন করা হয়েছিল বিজেপির তরফে। উপস্থিত ছিলেন বহু কার্যকর্তা। সেই কর্মশালা বা প্রশিক্ষণ শিবির এই উপস্থিত হয়েছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আজ সোমবার বিকেল প্রায় তিনটে নাগাদ এই প্রশিক্ষণ শিবিরে পৌঁছান তিনি।। কিভাবে বুথ লেভেল এজেন্টরা কাজ করবেন, কিভাবে SIR তালিকা পরীক্ষা করতে হবে সেই নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয় হল। পাশাপাশি চারজন কর্মী আজ তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করলেন।