আলিপুরদুয়ার ১: সুষ্ঠ ভাবে কালীপুজো ও ছটপুজো পরিচালনা করতে আলিপুরদুয়ার -১ বিডিও অফিসে প্রশাসনিক বৈঠক,উপস্থিত BDO, পুলিসের OC
আগামী সোমবার কালীপুজো।আর তাঁর কয়েকদিন পরই ছট পূজো।এই দুটো পূজো সুষ্ঠ ভাবে পরিচালনা করতে উদ্যোগ নিয়েছে জেলা প্রসাশন ও পুলিশ প্রশাসন।জেলার বিভিন্ন এলাকায় এই নিয়ে তৎপরতা শুরু হয়েছে।শনিবার আবার আলিপুরদুয়ার -১ বিডিও অফিসে এই নিয়ে একটি প্রসাশনিক বৈঠকও হয়।ব্লক প্রসাশন ও পুলিশ কর্তারা ছাড়াও সেখানে বিভিন্ন পুজো কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন।এদিন ওই বৈঠকে কালীপুজো ও ছটপুজো পরিচালনা করা নিয়ে আলোচনা হয়।