ভাটপাড়া থানার অন্তর্গত নিম বাগান এলাকায় গত রবিবার চলার ঘটনায়মোট ৬জনকে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে ভাটপাড়া থানায় পুলিশের পক্ষ থেকে তাদের জিজ্ঞাসাবাদ করে। উদ্ধার করা হয়েছে ৬টি আগ্নেয়াস্ত্র, ১৩রাউন্ড জীবন্ত কার্তুজ ও অপরাধে ব্যবহৃত চারটি মোটর সাইকেল। বাকি অপরাধীদের খোঁজে তল্লাশি চলানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে