মানবাজার ১: কপড়রা গ্রামে বীর শহীদ সিধু কানহুর পূর্ণাবয়ব মূর্তি উন্মোচন করা হলো
বীর শহীদ সিধু কানহুর নামাঙ্কিত মোড় ছিলো আগে থেকেই, কিন্তু সেই স্থানে মহান স্বাধীনতা সংগ্রামীদের কোনো মূর্তি ছিল না। এবার সেই স্বাধীনতা সংগ্রামীদের পূর্নাবয়ব মূর্তির উন্মোচন করা হলো মানবাজারের আদিবাসী অধ্যুষিত বামনী মাঝিহিড়ার অঞ্চলের কপড়রা মোড়ে।বামনি মাঝিহিড়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এই মূর্তি স্থাপন করা হয়। বুধবার বেলা বারোটা নাগাদ ফিতে কেটে মূর্তি উন্মোচন করেন বিশিষ্টজনেরা।