কাটোয়া ২: স্বামী বিবেকানন্দের জন্মতিথি উপলক্ষে করুইগ্ৰামে কমিউনিটি হল উদ্বোধন, রক্তদান, স্বাস্থ ও চক্ষু পরীক্ষা শিবির
স্বামী বিবেকানন্দের জন্মতিথি উপলক্ষে কাটোয়ার ২ব্লকের করুইগ্ৰাম পঞ্চায়েত করুইগ্ৰামে কমিউনিটি হল উদ্বোধন। রক্তদান শিবির, স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা। উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়,কাটোয়া ২পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি রাজীব চ্যাটার্জী,পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ গৌতম ঘোষাল সহ বিশিষ্টজনরা।