ধর্মনগর: পশু ও প্রাণী প্রেমি সুবিমান দেব ধর্মনগর টাউন কালীবাড়ির দিঘির জলে এক বিরল প্রজাতির কচ্ছপ ছাড়লেন
কুমারঘাট নিবাসী সংগীত শিক্ষক এবং পশু ও প্রাণী প্রেমি সুবিমান দেব দুপুর এক ঘটিকায় ধর্মনগর টাউন কালীবাড়িতে এসে বিধি-বিধান মতে পূজা পাট ও মন্ত্র। উচ্চারণের মাধ্যমে একটি বিরল প্রজাতির কচ্ছপ কালি দিঘির জলে ছেড়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন।