জামালপুর: আঝাপুরে প্রতিবেশীর সঙ্গে মারপিটের ঘটনায় গ্রেপ্তার হল যুবক
প্রতিবেশীর সঙ্গে মারপিটের ঘটনায় গ্রেফতার যুবক। ঘটনাটি ঘটেছে জামালপুর এর আঝাপুর এলাকায়। গতকাল রাতে বাড়িথেকে গ্রেফতার করে জামালপুর থানার পুলিশ এক যুবককে। ধৃত যুবকের নাম প্রদীপ ধাড়া। ধৃতকে মঙ্গলবার বেলায় বর্ধমান আদালতে নিয়ে গেছে জামালপুর থানার পুলিশ।