বহরমপুর: টানা বৃষ্টিতে জলমগ্ন শহরের একাধিক এলাকা, জল যন্ত্রণার শিকার পথ চলতি মানুষজন, জলমগ্ন বহরমপুর ব্যারাক স্কয়ার ময়দানও
সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে জলমগ্ন শহরের একাধিক এলাকা। জল যন্ত্রণার শিকার পথ চলতি সাধারণ মানুষজন। টানা বৃষ্টিতে জলমগ্ন বহরমপুরে ঐতিহাসিক ব্যারাক স্কয়ার ময়দান। ফলে একদিকে যেমন রাস্তায় বেরিয়ে বিপদে পড়ছেন সাধারণ মানুষজন ঠিক তেমনই মাঠে এসেও জল যন্ত্রণা শিকার হচ্ছেন শহরবাসী।