রাজারহাট: নিউটাউনে প্রতিবাদী প্রতীকী ঘট পূজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য্য
বুধবার নিউটাউনে প্রতিবাদী প্রতীকী ঘট পূজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য্য। নিউটাউনে দুর্গাপুজোয় বাধা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এদিন দুপুরে দুটো নাগাদ তিনি বলেন, প্রতিবছরই এখানে ধুমধাম করে দুর্গাপুজো হয়। অসংখ্য স্থানীয় আবাসিকরা এখানে এসে অংশগ্রহণ করতেন। প্রতিবারই আমাদের আদালতের দ্বারস্থ হতে হতো, এখানের যে সনাতনী আবাসিকরা কয়েক বছর ধরে দুর্গাপুজো করছে সেই পুজোটাকে যেকোনো উপায়ে বন্ধ করে দিতে হবে,