বারাসাত ১: শপথ গ্রহণ করলেন বারাসাত পৌরসভার নবনিযুক্ত পৌর প্রধান সুনীল মুখার্জি
শপথ গ্রহণ করলেন বারাসাত পৌরসভার নবনিযুক্ত পৌর প্রধান সুনীল মুখার্জি শুক্রবার হঠাৎ দুপুরবেলা পদত্যাগ করেন বারাসাত পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান অশনি মুখোপাধ্যায়। তারপরই বারাসাত পৌরসভায় বোর্ড মিটিং করে সুনীল মুখার্জী নাম প্রস্তাব করা হয়। আজ দুপুর একটা সময় বারাসাত পৌরসভার বিদ্যাসাগর সভাকক্ষে মহাকুমা শাসক সোমা দাস এর উপস্থিতিতে শপথ পাঠ করলেন বারাসাত পৌরসভার নবনিযুক্ত পৌর প্রধান সুনীল মুখার্জী।