খানাকুল ১: আরামবাগ হাই স্কুল মাঠে কাতারে কাতারে মানুষের ভির,তার মধ্যেই হলো আতশবাজি প্রদর্শনী
জগদ্ধাত্রী পুজো উপলক্ষে আতশবাজি প্রদর্শনী অনুষ্ঠিত হল আরামবাগ হাই স্কুল মাঠে।জানা গেছে,আরামবাগের স্পোর্টিং অ্যাসোসিয়েশনের জগদ্ধাত্রী পুজো উপলক্ষে এই গ্রিন আতশবাজি প্রদর্শনী হয়ে থাকে প্রত্যেক বছর।স্পোর্টিং অ্যাসোসিয়েশনের পুজোর বিশেষ আকর্ষণ এই আতশবাজি প্রদর্শনী,যা দেখতে বছর ভর অপেক্ষায় থাকেন আরামবাগের মানুষ।শুধু আরামবাগ নয় আশেপাশের বিভিন্ন জেলার মানুষ এই প্রদর্শনী দেখতে আরামবাগে পৌঁছান।এদিন রাতে কাতারে কাতারে মানুষের সমাগম দেখা যায় আরামবাগ হাই স্কুল মাঠে।